শিগগিরই বাগদান সারব, ক্যাট প্রসঙ্গে ভিকি

ডেস্ক রিপোর্ট

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল-এই সময়ে বলিউড পাড়ায় বেশ চর্চিত জুটি। তবে চর্চা তাদের কাজ নিয়ে নয়, ব্যক্তিগত জীবন নিয়ে। তারা নাকি আংটি বদল করেছেন এমন খবরও ছড়িয়েছে।

Islami Bank

আর এই খবর নিয়ে বাড়িতে হাসিঠাট্টাও করেছিলন ভিকির বাবা-মা। তাদের ঘিরে তৈরি এই গুজবের জন্য ভিকি অবশ্য দায়ী করেন এক পাপারাজ্জিকে।

অবশেষে বলিউড সেনসেশনের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের বিষয়ে নীরবতা ভেঙেছেন ভিকি কৌশল। তিনি বলেন, ‘আমি শিগগিরই বাগদান করতে যাচ্ছি। সময়ের অপেক্ষা কেবল।’

নতুন ছবি ‘সর্দার উধাম’ মুক্তির পর থেকে একের পর এক গুজব রটছে ক্যটারিনা ও অভিনেতা ভিকি কৌশলকে নিয়ে। যদিও সেই সব গুজবকে উড়িয়ে সেগুলোকে উল্টো উপভোগ করছেন এই অভিনেতা।

one pherma

সেকথা অবশ্য তিনি নিজেই জানিয়েছেন। ভিকি এখন গুজব সম্পর্কেও মুখ খুলেছেন। তার ছবি প্রচারের মধ্যেই এই খবর চাউর হয়েছিল।

২০১৯ সালে ভিকি ও ক্যাটরিনার সম্পর্ক নিয়ে প্রথম গুজব রটেছিল। দুজনকে মুম্বাইতে একত্রে ডিনারে দেখা গিয়েছিল।

সেদিনই সবাই মোটামুটি নিশ্চিত হয়ে যায়, তাঁদের মধ্যে রোমান্টিক সম্পর্ক গড়ে উঠেছে। সম্প্রতি মুম্বাইতে প্রযোজক রমেশ তৌরানির আয়োজনে এক প্রদর্শনীতেও একত্রে গিয়েছিলেন ভিকি–ক্যাট।

Contact Us