ভারতের কেরালা রাজ্যের ইদুক্কি ও কোট্টায়াম জেলায় বন্যায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েক ডজন মানুষ।
মৃতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির
ভারি বৃষ্টিতে কোট্টায়াম ও ইদুক্কির কয়েকটি এলাকায় ভূমিধস হয়েছে। বন্যায় দুই জেলার বহু ঘরবাড়ি ভেসে গেছে। কোয়াট্টাম জেলায় বহু মানুষ আটকে পড়েছেন।
বন্যার পানিতে ডুবে গেছে বাস-এনডিটিভি
কোয়াট্টাম জেলায় বাড়িঘর ভেসে গিয়ে ৬ সদস্যের এক পরিবারের সবার মৃত্যু হয়েছে। এছাড়া ইদুক্কি জেলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া অবস্থায় আরও তিন শিশুর মরদেহ পাওয়া গেছে। সেখানে আরও অন্তত পাঁচ নিখোঁজ ব্যক্তির খোঁজ চলছে।
রাজ্য সরকারের অনুরোধে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছ। বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী তাদের সদস্যদের মোতায়েন করেছে।