অবৈধভাবে মদ বিক্রি করা হলে পুলিশ যে কোনো সময় অভিযান চালাতে পারে-ডিআইজি আক্তারুজ্জামান

গোলাম কিবরিয়া বরগুনা :

বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেছেন, ডাকাত শিল্প বেড়েছে তাই সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে । যদি কেহ অবৈধভাবে মদ বিক্রি করা হলে পুলিশ যে কোনো সময় অভিযান চালাতে পারে।

রোববার বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বরিশাল রেঞ্জের ডিআইজি আক্তারুজ্জামান ।

আরও পড়ুন…ইসলামী ব্যাংক ও.আর. নিজাম রোড শাখা স্থানান্তর

বরগুনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার আবদুস ছালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবীর।

বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ, পৌর মেয়র কামরুল আহসান মহারাজ প্রমুখ। এসময় জেলার সকল সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/জেএন/৪ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us