এক উঠতি নায়িকার সঙ্গে মাদক নিয়ে কথা বলতেন আরিয়ান

আজ ২০ অক্টোবর আদালতে উঠছে আরিয়ান খান মাদক মামলা। এর আগে গত এক সপ্তাহ তার জামিন শুনানি নিয়ে অতিবাহিত হয়েছে।

Islami Bank

এদিকে আজকে আরিয়ানের জামিন নিয়ে বেশ আশাবাদী আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে। এমন অবস্থায় নতুন তথ্য এলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে। যা আরিয়ানের বিপক্ষে যেতে পারে বলেই মনে করছেন অনেকে।

one pherma

সংবাদসংস্থা এএনআই-র তথ্য অনুয়ায়ী, এক উঠতি নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাদক বিষয়ে কথা বলতেন আরিয়ান। আর সেই চ্যাটের ডিটেলস আদালতের হাতে তুলে দেয়া হয়েছে।

প্রথম থেকেই আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর জোর দেয় এনসিবি। দাবি করা হয়েছে, মাদক নিয়ে অনেকের সঙ্গেই কথা হত আরিয়ানের। মাদক পাচারকারীদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। এমনকী, আরিয়ানের চ্যাট থেকে আন্তর্জাতিক যোগও খুঁজে পেয়েছে এনসিবি বলে দাবি তাদের।

Contact Us