এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছেন সাকিব

স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচ ৬ রানে হেরে ডুবতে বসেছিল আশার তরী। ওমানের বিপক্ষে হারলেই ধরতে হতো দেশের বিমান। প্রথম পর্ব থেকে সুপার টুয়েলভের টিকিট পেতে ওমানের বিপক্ষে জয় পেতে হতো বাংলাদেশ দলকে। এ ম্যাচ হারের শঙ্কা জেগেছিল বটে, তবে ২৬ রানে জিতে আশা বাঁচিয়ে রেখেছে টাইগাররা। অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করছেন, এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে বাংলাদেশের।

Islami Bank

ওমানের বিপক্ষে ম্যাচ সেরা হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে এক প্রশ্নের জবাবে সাকিব বললেন, ‘ওমান-স্কটল্যান্ডের ম্যাচ আছে, একটা দল অবশ্যই হারবে সেখানে। যারা হারবে রান রেটে তারা পিছিয়ে যাবে। আমরা পাপুয়া নিউগিনিকে হারালে আমাদের রান রেট আরও ওপরে চলে যাবে। এখনও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সম্ভাবনাও আমাদের আছে।’

সঙ্গে যোগ করেন সাকিব, ‘সেটা যদি না-ও হয়, আমরা কোয়ালিফাই করার মতো অবস্থানে আছি বলে আমার কাছে মনে হয়, যতটুকু আমি তথ্য পেয়েছি। না দেখে বলাটা মুশকিল হবে।’

one pherma

ওমানের সঙ্গে জিতলেও ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। রান রেটের সূক্ষ্ম ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে ওমান। শেষ ম্যাচে স্কটল্যান্ড ওমানকে হারালে, সঙ্গে বাংলাদেশ পাপুয়া নিউগিনিকে হারালে স্কটল্যান্ড আর বাংলাদেশ যাবে পরবর্তী রাউন্ডে। বাংলাদেশ আর ওমান জিতলে সামনে আসবে রান রেটের হিসাব। যেখানে খুব বেশি পিছিয়েও নেই টাইগাররা।

পুরো প্রক্রিয়াটা নিয়ে সাকিবের ব্যাখ্যা, ‘রান রেট দেখলে হয়ত আরও ভালো করে বলতে পারব। কম্পিউটার অ্যানালিস্ট যেটা বলল- আমরা পাপুয়া নিউগিনির সাথে প্রত্যাশা অনুযায়ী ব্যবধান রেখে যদি জিতি তাহলেই আমরা কোয়ালিফাই করব।’

Contact Us