যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) করোনাভাইরাসের বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। বুধবার মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া এফডিএ জানিয়েছে, অন্য যেকোনও টিকা গ্রহণকারী মার্কিনিরা অনুমোদিত দুই টিকার বুস্টার ডোজ নিতে পারবে।
এফডিএ কমিশনার জেনেট উডকক এক বিবৃতিতে বলেছেন, কোভিড-১৯ রোগ থেকে সুরক্ষা পাওয়া অব্যাহত রাখতে অনুমোদিত বুস্টার টিকা পাওয়া যাওয়াটা গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের টিকার কার্যকারিতা সময়ের সঙ্গে সঙ্গে কমে যেতে পারে।
এফডিএ’র এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ মারাত্মক সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা পাবে। এর আগে সংস্থাটি ৬৫ বা তার চেয়েও বেশি বয়সীদের জন্য ফাইজারের টিকাগ্রহণকারীদের জন্য একই টিকার বুস্টার ডোজ অনুমোদন দেয়।
গত সপ্তাহে এফডিএ’র একটি উপদেষ্টা প্যানেল একই বয়সীদের জন্য মডার্না টিকার তৃতীয় ডোজ ব্যবহারের সুপারিশ করেছিল। একই সঙ্গে, জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা নেওয়া সবাইকে প্রথমটি দেওয়ার অন্তত দুই মাস পর দ্বিতীয় ডোজ দেওয়ারও সুপারিশ করা হয়।
এফডিএ কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা বুস্টার ডোজ গ্রহীতাদের বয়সসীমা ৪০ বছরে নামিয়ে আনার চিন্তাভাবনা করছেন। ইসরায়েল এরই মধ্যে তাদের জনগণকে গণহারে ফাইজারের টিকার বুস্টার ডোজ দিয়েছে।