সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির মনোনয়নে পাবনায় আনন্দ মিছিল

পাবনা প্রতিনিধি

সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার খবরে পাবনায় আনন্দ মিছিল করছে পাবনাবাসী। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা শহরের আবদুল হামিদ সড়কে বিশাল এক আনন্দ মিছিল বের করে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।

দেশের পরবর্তী রাষ্ট্রপতি (২২তম রাষ্ট্রপতি) হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার খবরে পাবনায় আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই অভিনন্দন বার্তা দিতে শুরু করেছেন।

মোহাম্মদ সাহাবুদ্দিনের মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাড়তে থাকে নেতা-কর্মীদের ভীড়। শুরু হয় মিষ্টি মুখ করা ও আনন্দ উল্লাস। তাৎক্ষণিক আনন্দ মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পথচারী ও রিকশাচালকদের মিষ্টি মুখ করান তাঁরা।

মোহাম্মদ সাহাবুদ্দিনের জন্ম পাবনায়, ১৯৪৯ সালে। তিনি ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। এরপর ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে চাকরিতে যোগ দেন।

২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে তিনি অবসর নেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোহাম্মদ সাহাবুদ্দিন দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us