শিক্ষণীয় বিষয়াদি প্রশিক্ষণের মাধ্যমে শাণিত হয়

নিজস্ব প্রতিবেদকঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মাশালাটি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

Islami Bank

আরও পড়ুন…বান্দরবানে প্রশিক্ষণ কমান্ডারসহ ৯ জঙ্গি গ্রেফতার

এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, পরিবার ও পারিপার্শিক পরিবেশ থেকে আমরা শিখি আবার বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে দিয়ে তা শাণিত হয়। তা না হলে একদিন আমরা অর্থহীন হয়ে পড়বো। তিনি আরও বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালার কোন বিকল্প নেই। আমরা প্রশিক্ষণ গ্রহণ করি এবং প্রশিক্ষণের অভিজ্ঞতা জাতীয় জীবনে কাজে লাগানোর চেষ্টা করি।

one pherma

আরও পড়ুন…বগুড়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষ: নিহত বেড়ে ৪, আহত ৫

এছাড়া রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগের সভাপতি, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ফোকাল ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

ইবাংলা/এইচআর/১৩ মার্চ-২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us