প্রতারক চক্র ত্রিশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে

অনলাইনে ফাঁদে ফেলে গত এক বছরে ৩০ কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, নিধু রামদাস ও ফরিদ উদ্দিন।

Islami Bank

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান বলেন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে বাংলাদেশ থেকে ‘স্ট্রিমকার’ নামের অ্যাপে সংযুক্ত হতেন ব্যবহারকারীরা।

one pherma

এতে দুই ধরণের আইডি আছে। ব্যবহারকারীর আইডি ও হোস্ট আইডি। হোস্ট আইডিতে তরুণীদের সঙ্গে অনলাইনে আড্ডার কথা বলে প্রতারকরা ফাঁদ পাততো। তাদের টার্গেট তরুণ ও বাংলাদেশি প্রবাসীরা।

অ্যাপে প্রবেশ করতে বিনস নামের ভার্চুয়াল মুদ্রা কিনতে হত ব্যবহারকারীদের। এই মুদ্রা উপহার হিসেবে দিয়ে আড্ডায় যুক্ত হতে হত তাদের। চক্রের সদস্যদের ব্যাংক একাউন্টে এক বছরে ৩০ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

Contact Us