আরও দুই সপ্তাহের লকডাউনে মালয়েশিয়া

করোনাসংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পূর্ণ লকডাউনের সময়সীমা আরও দুই সপ্তাহের জন্য বাড়িয়েছে মালয়েশিয়া। মুভমেন্ট কন্ট্রোল অর্ডার-থ্রি নামে টোটাল লকডাউন চলবে ২৮ জুন পর্যন্ত। নিয়মিত ব্রিফিংয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। দৈনিক পাঁচ হাজারের বেশি সংক্রমিত হচ্ছে। এ অবস্থায় পূর্ণ লকডাউন আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হলো। একই সঙ্গে স্বাস্থ্যবিধিতে কোন পরিবর্তন আনা হয়নি।

এদিকে আজও দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৬৮৪৯ জন, মারা গেছেন ৮৪ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭৭৪৯ জন।

Contact Us