পহেলা নভেম্বর থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে

ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথমে ঢাকার শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এজন্য ১২টি কেন্দ্র ঠিক করা হয়েছে।

Islami Bank

মন্ত্রী বলেন, প্রত্যেক জেলায় স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। সারা দেশে ২১টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে, কেন্দ্র আরও বাড়ানো হবে। প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় অন্যান্য টিকাদান কার্যক্রমও চলমান থাকবে।

one pherma

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা হাতে যা আছে তা দেওয়া হবে, যথেষ্ট টিকা আছে। স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। টিকা দিতে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় তালিকা করেছে। এসব তালিকা আইসিটি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তারা সুরক্ষা নিবন্ধন অ্যাপে সেই তালিকা আপলোড করেছে।

বর্তমানে দুই কোটি ডোজ করোনার টিকা সরকারের হাতে রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, নভেম্বরে আরও ৪৫ লাখ টিকা আসবে।

Contact Us