পানিতে ডুবে গেছে অনেকের উপার্জনের পথও

ব্যাংক থেকে ২৫ লাখ টাকা লোন নিয়ে ট্রাকটি কিনেছিলাম। এই ট্রাকের আয় দিয়েই আমার সংসার চলত।পাটুরিয়ায় পানিতে ডুবে গেছে আমার উপার্জনের পথও।

Islami Bank

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ঘাটে কথাগুলো বলছিলেন ফেরির সঙ্গে ডুবে যাওয়া ট্রাকের মালিক সোয়েবুর রহমান (৩৮)।

ভুক্তভোগী সোয়েবুর রহমান (৩৮) পটুয়াখালী সদরের দক্ষিণ সবুজবাগ এলাকার বাসিন্দা।

জানা গেছে, বুধবার (২৭ অক্টোবর) সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে রো রো ফেরি আমানত শাহ ডুবে যায়। ওই ফেরিতে সোয়েবুরের ট্রাকটি ছিল। পরে ফেরি ডুবে যাওয়ার সংবাদ পেয়ে একই দিন বিকেলে ঘটনাস্থলে আসেন তিনি।

one pherma

সোয়েবুর রহমান জানান, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেন।ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করেন। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে চাকরি ছেড়ে এক বছর আগে একটি ব্যাংক থেকে ২৫ লাখ টাকা লোন নিয়ে ট্রাকটি কেনেন। এখনো সেই লোনের টাকা পরিশোধ করতে পারেননি।

সোয়েবুর রহমানের মতো অন্য ভুক্তভোগীরা জানান, সংসার চলবে কিভাবে জানি না। পানিতে গাড়ি না, ডুবে গেছে আমাদের পরিবার।

ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পণ্যবাহী গাড়ির মালিকেরা ঘটনাস্থলে আসছেন। তাদের সবার মুখে হতাশা ও অনিশ্চয়তার ছাপ দেখা গেছে।

Contact Us