পুনিতের প্রয়াণে হার্ট অ্যাটাক ও আত্মহত্যায় তিন ভক্তের মৃত্যু!

বিনোদন ডেস্ক

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার পুনিত রাজকুমারের মৃত্যুর খবরে শোকাতুর বিনোদন অঙ্গন। তার মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের দক্ষিণাঞ্চল।

Islami Bank

ইন্ডিয়া ডটকম, নিউজ ১৮-সহ একাধিক ভারতের সংবাদমাধ্যমের দাবি, নায়কের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেছেন দুই জন। এছাড়া তার মৃত্যুর খবর শুনে এক ভক্ত আত্মহত্যাও করেছেন।

খবরে বলা হয়েছে, কর্ণাটকের চামরাজনগর জেলার হানুর তুলকের মারুরু গ্রামের ৩০ বছর বয়সী এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার ঘরে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, পুনিত রাজকুমারের বড় ভক্ত ছিলেন মুনিয়াপ্পা। তার এমন কোনও সিনেমা নেই যে তিনি দেখতেন না। প্রিয় তারকার মৃত্যুর খবর সইতে পারেননি মুনিয়াপ্পা। টেলিভিশনের সামনে বসে কাঁদছিলেন। পরে তার বুকে ব্যথা ওঠে। দ্রুত তাকে পুন্নাচি প্রাইমারি হেলথ সেন্টারে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বেলাগাভির শিন্ডোল্লি গ্রামের আরও এক ভক্ত পুনিতের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়াও কর্ণাটকের এক ভক্ত আত্মহত্যাও করেছেন। ফাঁস লাগানোর আগে তিনি তার ঘর পুনিতের ছবি দিয়ে সাজান।

উড়ুপি জেলার সালিগ্রামারের ৩৫ বছর বয়সী এক অটোরিকশাচালক পুনীতের মৃত্যুর খবর শুনে নিজের অটোরিকশার ওপর হাত দিয়ে জোরে আঘাত করে। এতে আহত হন তিনি এবং রক্ত ঝরতে থাকে। আহত অবস্থায় তাকে প্রাইমারি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।

এদিকে, পুনিত রাজকুমারের মরণোত্তর চক্ষুদান কার্যক্রম শেষ হয়েছে। অভিনেতার ইচ্ছে অনুসারে চিকিৎসকদের একটি দল তার মৃত্যুর পর ছয় ঘণ্টার মধ্যে প্রক্রিয়া সম্পাদন করেছেন।

one pherma

পুনিত রাজকুমারের বাবা কিংবদন্তি অভিনেতা ডা. রাজকুমার ১৯৯৪ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার পুরো পরিবার মরণোত্তর চক্ষুদান করবেন।

গত শুক্রবার জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন পুনিত রাজকুমার। এরপর বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুনিত রাজকুমারের মৃত্যুতে কর্ণাটক সরকার বাড়তি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বেঙ্গালুরু ও তামিলনাড়ুতে ৩১ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনিত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন; পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে কন্নড় সিনেমায় তুমুল জনপ্রিয়তা পান তিনি। প্রায় ২৯টি সিনেমায় অভিনয় করেছেন পুনিত রাজকুমার। ছিলেন কন্নড় চলচ্চিত্র জগতের সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাও।

ইবাংলা/জেডআরসি/৩০ অক্টোবর, ২০২১

Contact Us