▶ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ১৭টি নথি গায়েবের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) সিআইডির ক্রাইম সিন ইউনিট তাদের আটক করে।
রোববার (৩১ অক্টোবর) সকালে ঘটনার তদন্ত করতে সচিবালয়ে যায় সিআইডির ক্রাইম সিন ইউনিট। এ ঘটনায় ইতোমধ্যে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেই সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, ‘গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নাদিরা হায়দার জিডি করেন। শনিবার (৩০ অক্টোবর) সচিবালয় বন্ধ থাকায় রোববার থেকে তদন্ত শুরু হবে। কে বা কারা নথি গায়েব করেছেন তা খতিয়ে দেখা হবে।’
▶▶ মন্ত্রণালয়ের ১৭ ফাইল গায়েব!
নথিগুলোর মধ্যে- শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজসহ অন্যান্য মেডিকেল কলেজের কেনাকাটা সংক্রান্ত একাধিক নথি, ইলেকট্রনিক ডেটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি, নিপোর্ট অধিদফতরের কেনাকাটা, ট্রেনিং স্কুলের যানবাহন বরাদ্দ ও ক্রয় সংক্রান্ত নথি রয়েছে। ◆
ইবাংলা/আরআরসি/এএমকেসি/ ৩১ অক্টোবর, ২০২১