দেশের ৭ বিভাগে কালবৈশেখী ঝড়ের সম্ভাবনা

ইবাংলা ডেস্কঃ

দেশের ঢাকা, সিলেট, টাঙ্গাইল-সহ সাত বিভাগে কালবৈশেখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকায় ঝড়ের তীব্রতা কম থাকতে পারে। এছাড়া এপ্রিল-মে মাসে কাল বৈশাখীর তীব্রতা বাড়বে বলেও পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

Islami Bank

আরও পড়ুন… ২৬ মার্চ উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

শনিবার (২৫ মার্চ) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়া অন্য পাঁচ বিভাগে কম-বেশি বৃষ্টি হয়েছে। সঙ্গে কোথাও কোথাও বয়ে গেছে কালবৈশাখী ঝড়।

রোববার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় (১ থেকে ২৫ শতাংশ অঞ্চল) অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

one pherma

আরও পড়ুন… রমজানে নিয়ন্ত্রণহীন ভোগ্যপণ্যের বাজার

আবহাওয়া অফিস আরও বলছে, এটাই এখনকার আবহাওয়ার বৈশিষ্ট। মার্চে ভোরবেলা অথবা পড়ন্ত বিকেলে কালবৈশাখী আঘাত হানবে, তবে এর তীব্রতা থাকবে কম। এপ্রিল-মে’তে শুরু হবে কালবৈশাখীর আসল তাণ্ডব। জুন থেকে আগস্টেও থাকবে, তবে তীব্রতা আবার কমে আসবে।

ইবাংলা/এইচআর /২৬ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us