আসছে নতুন দুটি বেসরকারি এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক

এনওসির অপেক্ষায় থাকা এয়ার অ্যাসট্রার মালিকানায় রয়েছেন এক জাপান প্রবাসী ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা।

Islami Bank

এয়ার অ্যাসট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, এয়ার অ্যাসট্রা ২০২২ সালের জানুয়ারিতে আকাশে ওঠার জন্য প্রস্তুত। এয়ার অ্যাস্ট্রা সাতটি রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে।

one pherma

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রথম বেসরকারী এয়ারলাইন্স অপারেটর হওয়ার কারণে এয়ার অ্যাস্ট্রা আই ও এস এ সার্টিফিকেশন পেতে আগ্রহী। আমরা বাংলাদেশে প্রথমবারের মতো কর্পোরেট ও ব্যবসায়িক গ্রাহকদেরদের জন্য বিভিন্ন সুবিধা চালু করবো।

বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া গত ২৫ বছরে দেশে ১০টি বেসরকারি এয়ারলাইনস যাত্রা শুরু করলেও এখন মাত্র দুটি বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা ও নভো এয়ার টিকে আছে।

Contact Us