পটুয়াখালীতে ধর্মীয় সহিংসতা রোধে সম্প্রীতি সম্মেলন

কাজল বরণ দাস, পটুয়াখালী

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে ঐক্য বিনষ্ট প্রচেষ্টা প্রতিরোধে পটুয়াখালীতে সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় পটুয়াখালী পৌরসভার আয়োজনে দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এ সম্মিলন অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সম্মিলনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোহাম্মদ মাহাবুবুল আলম, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সহকারি পরিচালক মুকুল বিশ্বাস, কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ইন্দ্রবংশ ভিক্ষু, মাটিভাঙ্গা শান্তির মা মেরী চার্চের পাদ্রী ফাদার মুকুল গমেজ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধি, কাউন্সিলরবৃন্দ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মিলনে বক্তারা বলেন, মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। কোন ধর্মই সহিংসতা সমর্থন করেনা। ধর্ম শান্তির প্রতিক। সকল ধর্মের প্রতিপাদ্য সংশোধিত মানুষ তৈরি করা। আমরা ধর্মান্ধ না হয়ে ধর্মীয় বিধান মেনে চললে সমাজে কোনো হানাহানি, হিংসা, বিদ্বেষ থাকবে না। অজ্ঞতাই প্রতিহিংসার কারন তাই প্রত্যেকের ধর্ম সম্বন্ধে ভালভাবে জানা উচিৎ।

Contact Us