দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে টুইটারে তার ভক্তদের নিয়মিত কথোপকথন হয়। অসুখে ভোগার পর সামান্থাকে হতাশা গ্রাস করছে দেখে এক ভক্ত অভিনেত্রীকে নতুন প্রেম করার পরামর্শ দিলেন। ভক্তদের হৃদয়ে যেমন তারকা বিশেষ স্থানে জায়গা করে নেয়, তেমনি আবার তারকাদের কাছেও অনুরাগীদের ভালোবাসার দাম থাকে। তাইতো অনেক ক্ষেত্রে ভক্তদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন তারকারা।
সামান্থা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আড্ডা দিয়ে থাকেন। সোশ্যালে পাওয়া অপরিচিতদের পরামর্শে অনেকেই বিরক্ত বোধ করেন, ভিন্ন প্রতিক্রিয়া জানান। কিন্তু দক্ষিণী এ নায়িকা সহজভাবেই নিলেন বিষয়টি। উত্তরও দিলেন সুন্দরভাবে।
আরও পড়ুন… আবারও ঢাকাই সিনেমায় মিঠুন চক্রবর্তী
টুইটারে এক নেটিজেন নায়িকাকে মেনশন করে পুরনো একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘জানি আমার বলা উচিত নয়। কিন্তু প্লিজ, কারও সঙ্গে ডেট করো তুমি।’ এ ভিডিওটি দেখেন অভিনেত্রী। রিটুইট করে তিনি লেখেন, ‘তুমি আমায় যেমন ভালোবাসো, এমন কে বাসবে আর?’ আর প্রিয় তারকার কাছ থেকে এমন জবাব পেয়ে মুগ্ধ ওই ভক্ত।
এই সুযোগে ওই ভক্ত প্রিয় তারকার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন। লেখেন, ‘আমি? এতজনের ভিড়ে তুমি কি আমার আবেদন গ্রহণ করবে?’ অবশ্য এর জবাব দেননি দক্ষিণী তারকা।
ইবাংলা/এইচআর /২৮ মার্চ ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.