বড় শাস্তির অপেক্ষায় সেই সঞ্চালক !

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার ও পাকিস্তানের খেলাধুলাভিত্তিক টিভি চ্যানেল পিটিভির সঞ্চালক ড. নোমান নিয়াজের ঘটনা নিয়ে কদিন ধরেই সরগরম মিডিয়া।

Islami Bank

শোয়েব কে অপমানের জেরে খেলোয়ারদের মধ্যেও দেখা দেয় অসন্তোষ। নোমানের আস্পর্ধায় হতবাক হয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেটার ইমরান খানও।

শোয়েব কে অপমান করা সেই সঞ্চালকের শাস্তির দাবি উঠেছিল বেশ জোড়েসোড়েই।  এরই মধ্যে জানা গেছে, চাকরিচ্যুতসহ বড় শাস্তি অপেক্ষা করছে নিয়াজের জন্য।

বিশ্বকাপে ভারত বধের পর পাকিস্তান ক্রিকেট টিমকে নিয়ে যখন সবাই প্রসংশায় ভাসছে এরই মধ্যে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির শিকার হন গতিতারকা শোয়েব আখতার। লাইভ শো থেকে তাকে বেরিয়ে যেতে বলেন পিটিভির সঞ্চালক ড. নোমান নিয়াজ।

one pherma

লাইভ শো এ শোয়বের বক্তব্যের মাঝেই তাকে থামিয়ে দেন সঞ্চালক ডা. নওমান নিয়াজ। বলেন, ‘আপনি একটু কর্কশভাবে কথা বলছেন। যদিও বলতে চাইছি না, তবে নিজেকে অতিরিক্ত স্মার্ট মনে করলে এখান থেকে বেরিয়ে যেতে পারেন। লাইভেই এ কথা আপনাকে বলছি।’

সে অপমানের পর গোটা বিষয়টি নিয়ে একটি ভিডিও পোস্ট করেন শোয়েব। সেখানে নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, ঘটনার অনেকগুলো ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাই জানাতে চাই, ডা. নৌমান যথেষ্ট অভদ্র আচরণ করে আমায় শো থেকে বেরিয়ে যেতে বলেন। যা অত্যন্ত অপমানজনক।

বিশেষ করে যেখানে ভিভ রিচার্ডস, ডেভিড গাওয়ারের মতো কিংবদন্তিরা উপস্থিত ছিলেন। লাখো মানুষ শো-টা দেখছিলেন। বিষয়টা হালকা করারও চেষ্টা করি। যাতে তিনিও ক্ষমা চেয়ে নিয়ে ফের স্বাভাবিক ছন্দে শো চালিয়ে যান। কিন্তু যা হল, তা দুর্ভাগ্যজনক। ◆

ইবাংলা/টিপি/ ১ নভেম্বর, ২০২১

Contact Us