অমিতাভের ব্যক্তিগত ‘সম্পদ’ নিলামে

বিনোদন ডেস্ক

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন নিজের ব্যক্তিগত কিছু ‘সম্পদ’ নিলামে তুলেছেন। সেগুলো হলো নিজের বিখ্যাত ছবি ‘শোলে’র সই করা ডিজিটাল পোস্টার ও নিজের রেকর্ড করা কবিতা। তবে সরাসরি এসব জিনিস ক্রেতারা পাবেন না।
পাবেন নন-ফাঞ্জিবল রিটার্নস (এনএফটি)-এর শর্তে। নিলাম হবে আজ সোমবার।

Islami Bank

এনএফটি এক ধরনের ডিজিটাল ফাইল, যা ‘ব্লকচেন’ নামের এক প্রকার ডিজিটাল লেজারে জমা থাকে। এগুলো ফটো, ভিডিও, অডিও অথবা অন্য যেকোনো ডিজিটাল ফাইল হতে পারে।

ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে তার মালিকানা জনসমক্ষে ব্যক্ত করা যায়। যিনি এনএফটি কিনছেন, তিনি তার ইচ্ছানুসারে যত বার খুশি তা কপি বা শেয়ার করতে পারেন।কিন্তু তা বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সির মতো ব্যবহার করতে পারেন না।

one pherma

অমিতাভের ‘শোলে’ ছবির পোস্টারসহ আরও অন্যান্য জিনিসপত্রের দাম ধরা হয়েছে সাড়ে নয় হাজার ডলার। বাবা হরিবংশ রায় বচ্চনের কাব্য ‘মধুশালা’ পাঠ করে তা রেকর্ড করেছিলেন অমিতাভ। তবে সেই রেকর্ডিংয়ের দাম কত ধরা হয়েছে, তা এখনও জানা যায়নি।

এছাড়াও এই নিলামে এক প্রকার ‘লুট বক্স’ থাকবে। সেটির দাম ধরা হয়েছে ১০ ডলার। যে সব অনুরাগীরা এগুলো কিনবেন, তারা প্রত্যেকেই অমিতাভের পক্ষ থেকে বিশেষ উপহার পাবেন।

ইবাংলা/নাঈম/১ নভেম্বর, ২০২১

Contact Us