একসঙ্গে পাঁচ সন্তান প্রসব!

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি এলাকার এক গৃহবধূ সাদিয়া খাতুন (২৪) একসঙ্গে ৫টি সন্তানের জন্ম দিয়েছেন। পাঁচ শিশুর মধ্যে একটি ছেলে ও চারটি মেয়ে।

Islami Bank

ওই নারী এবারই প্রথম সন্তান জন্ম দিলেন। মা সাদিয়া খাতুন সুস্থ রয়েছেন। তবে বাচ্চাগুলোর ওজন কম হওয়ায় তারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে পাঁচ সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। সাদিয়া খাতুন কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি এলাকার সোহেল রানার স্ত্রী।

সোহেল রানা জানান, সোমবার (০২ নভেম্বর) রাতে সাদিয়াকে হাসপাতালে নিয়ে যান। পরে সকালে তিনি পাঁচটি সন্তান প্রসব করেন। পাঁচ সন্তানের মধ্যে ৪জন মেয়ে ও একটা ছেলে। তবে গর্ভ ধারনের ৬মাসের মাথায় এ সন্তানগুলো প্রসব করায় বাচ্চাগুলোর ওজন কম।

one pherma

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম জানান, একসঙ্গে ৫সন্তানের জন্ম বিরল ঘটনা। শিশুগুলোর ওজন এবং শারীরিক পূর্ণতা আসেনি। এদের ওজন ৫শ থেকে ৬শ গ্রামের মধ্যে। তাদের স্বাস্থ্য ঝুঁকি থাকায় আমরা চেষ্টা করছি সুস্থ করতে।

বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি আছে। ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আমরা পরামর্শ দিয়েছি। তবে ওই প্রসূতি সুস্থ রয়েছেন।

Contact Us