দেশকে বিশ্বের বুকে পরিচিত করেছেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলেই বাংলাদেশের মানুষের টাকায় পদ্মাসেতু হয়েছে। বাংলাদেশকে তিনি উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বের বুকে পরিচিত করেছেন।

Islami Bank

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক পথ সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের খুবই ভালোবাসে। আর তার এই বার্তা পৌঁছে দিতে এখানে আসা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নৌকায় আপনাদের কাছে ভোট চাওয়া। ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়ন দেশ হিসাবে পরিচিত হবে এবং ২০৪১ সালে উন্নত দেশ হিসাবে বিশ্বে পরিচিত করা হবে।

আরও পড়ুন>> ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

one pherma

তিনি বলেন, আমরা দরিদ্র থাকতে চাই না। দরিদ্র না থাকার যে পরিকল্পনা সেটা একমাত্র কায়েম করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিবশত বর্ষ উপলক্ষে অসহায় মানুষদের তিনি ঘর উপহার দিয়েছেন। তিনি শুধু ঘরই দেননি জমিও দিয়েছেন। এটা একমাত্র মমতাময়ী মায়ের দ্বারাই সম্ভব হয়েছে। পরিকল্পানুযায়ী গৃহহীন বাংলাদেশের সবাইকে একটি করে ঘর দেবেন। এই রকম চিন্তা কেবল মা-ই করতে পারেন।

আইনমন্ত্রী বলেন, আমি আপনাদের একজন সেবক হয়ে থাকতে চাই। আমি চাই এলাকার উন্নয়ন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌর সভা মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগ নেতা মো. সেলিম ভূইয়া, মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us