ঘোড়াঘাট পৌর মেয়র বিএনপির মিলন

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপি সভাপতি আব্দুস ছাত্তার মিলন জয়ী হয়েছেন। মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ হয়।
Islami Bank

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক জানান, ছয় হাজার ৪২২ ভোট পেয়ে আব্দুস ছাত্তার মিলন বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ জগ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৭৪ ভোট।

one pherma
  • এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনুছ আলী মন্ডল নৌকা প্রতীকে ৩ হাজার ৩৭৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জানান, এখানে ৭০ শতাংশের কিছু বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কোনো প্রার্থীর অভিযোগ পাওয়া যায়নি।

 ইবাংলা/টিআর/০২ নভেম্বর, ২০২১

Contact Us