শ্রীপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এনিয়ে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানাগেছে।

Islami Bank

অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার ঐ আওয়ামী লীগ নেতার নাম মোঃ তোফাজ্জল হোসেন। তিনি শ্রীপুর পৌর এলাকার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন>>>আজ গাজীপুর যাচ্ছেন ইসি আলমগীর

এলাকার সুপরিচিত মুখ মোঃ তোফাজ্জল হোসেনকে সামাজিক ভাবে হেয়োপ্রতিপন্ন ও তার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করতে স্থানীয় একটি অসাধু চক্র এই অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে দাবি করেছেন তোফাজ্জল হোসেন।

এলাকাবাসী সূত্রে জানাযায়, তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে অত্যান্ত সুনামের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি চর্চা করে আসছেন। আওয়ামী পরিবারের সন্তান হিসাবে এলাকায় তাদের যথেষ্ট সুনাম,সুখ্যাতি রয়েছে। এলাকাবাসীর কল্যাণে তিনি নানাবিধ তৎপরতা চালিয়ে আসছেন।

একারণে এলাকার একটি অসাধু মহল তারপ্রতি ঈর্ষা পরায়ন হয়ে নানাবিধ ষড়যন্ত্রে মেতে উঠেছে। মিথ্যা ভিত্তিহীন তথ্যে তাকে হেনস্তার অপচেষ্টা করছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জালিয়াতি,চাঁদাবাজি,ভূমি দখল সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপের মিথ্যা, ভিত্তিহীন,বানোয়াট ও কাল্পনিক তথ্য পরিবেশন করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে।

one pherma

রাজনৈতিক ভাবে কোনঠাসা করার চেষ্টা করছে। এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে তোফাজ্জল হোসেন বলেন,আমি রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা লাভ করি, জনপ্রিয় হয়ে উঠি সেটা ঐ গোষ্ঠীটি চায়না। আর সেকারণেই আমার প্রতি তাদের এত গাত্রদাহ,ষড়যন্ত্র।

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি চক্রটি আমার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে মিথ্যা তথ্য পরিবেশন করে আমার মান-সম্মান নষ্টের পায়তারা করে। যদিও এর সঙ্গে আমার বিন্দু মাত্র সম্পৃক্ততা নেই। জমি দখল কিংবা চাঁদাবাজির ঘটনায় কখনো জড়িত ছিলাম না। সম্পূর্ণ উদ্দেশ্য মূলক ভাবে তারা আমাকে জড়িয়ে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করেছে।

আরও পড়ুন>>>বান্দরবানে ৩১ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন

এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে বিভিন্ন মনগড়া কল্পকাহিনি প্রচার করে আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়োপ্রতিপন্ন করতে তৎপর রয়েছে দুষ্ট মহলটি। এ সমস্ত অপপ্রচার বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণার পাশাপাশি এ বিষয়ে সজাগ থাকার ও বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তোফাজ্জল হোসেন।

ইবাংলা/ আই এইচ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us