প্রায় ২৮ বছর পর একজন কৃষ্ণাঙ্গ মেয়র পেল নিউইয়র্কবাসী। ১১০তম মেয়র হিসেবে নির্বাচিত এরিক অ্যাডামস শহরটির দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে শপথ নেবেন। এর আগে শহরটির ১০৬তম ও প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র ছিলেন ডেভিড এন ডিনকিন্স।
মঙ্গলবার (২ নভেম্বর) অনুষ্ঠিত সিটি নির্বাচনে তার রিপাবলিকান প্রতিপক্ষ কার্টিস স্লিওয়ারকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন এরিক।
জয়ের পর এরিক এক বক্তব্যে বলেন, আমরা এখন অনেক বিভক্ত। আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটির সাবেক পুলিশ ক্যাপ্টেন। তিনি ডেমোক্রেটিক দলের ব্রুকলিন বরো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আগে রাজ্য সিনেটর হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।
জাতিগত ন্যায়বিচারের প্রতি এরিকের গভীর মনোযোগ ছিল। তিনি মধ্যপন্থী ডেমোক্র্যাট হিসেবে পরিচিত। সাম্প্রতিক নাগরিক আন্দোলনে পুলিশের তহবিল কর্তনের বিরোধিতাও করেছিলেন তিনি।
মনে করা হচ্ছে, তার নেতৃত্বে পুলিশ ও নাগরিক আন্দোলন সংগঠনের সমন্বয়ে সহজে অপরাধ দমনে কাজ করা যাবে। এছাড়াও কৃষ্ণাঙ্গদের পক্ষ থেকে বর্ণবৈষম্যের অভিযোগও তিনি মোকাবিলা করতে পারবেন।
অ্যাডামস আগামী ১ জানুয়ারিতে মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি একটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। যখন দেশের বৃহত্তম শহরটি করোনা মহামারি পরবর্তী অবস্থার সঙ্গে লড়াই করছে।
তার এই বিজয় মধ্য-বাম গণতান্ত্রিক নেতৃত্বের সূচনার সংকেত দেয়। কেননা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে শ্রমজীবী এবং মধ্যবিত্ত ভোটারদের চাহিদা প্রতিফলিত করবে।
ইবাংলা/আমিনুল/০৩ নভেম্বর, ২০২১