৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ৪৫ বোতল ফেনসিডিলসহ মো. খোকন মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার দশমী গ্রামের মো. উম্বার আলীর ছেলে।   

Islami Bank

বুধবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এজাহার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েল রানা সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ গেট সংলগ্ন জনৈক মজনু মন্ডলের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে ৪৫পিস ফেনসিডিলসহ খোকন মিয়াকে গ্রেফতার করে।

one pherma

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে তারই ধারাবাহিকতায় খোকন মিয়া নামের এক মাদক কারবারিকে ৪৫পিস ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এসআই জুয়েল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮, ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ইবাংলা/আমিনুল/০৩ নভেম্বর, ২০২১

Contact Us