রাজধানীর বাংলামোটরের দ্য গ্রীন লঞ্জ রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় নানা অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে রূপায়ণ ট্রেড সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ওই রেস্টুরেন্টের ফ্লোর পরিষ্কার না থাকা, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, ক্রয় ভাউচার, আমদানিকারকের প্রমাণক, পেস্ট কন্ট্রোল ম্যাকানিজম, রেফ্রিজারেটরের টেম্পারেচার ঠিক না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ইবাংলা/এএমখান/০৩ নভেম্বর, ২০২১