’দ্যা প্রমিজ’ দিয়েই বুকার জিতলেন ডেমন গ্যালগাট

ইবাংলা ডেস্ক :

সাহিত্যে নোবেলের পর বিশ্বের সবচেয়ে সম্মানজনক সাহিত্য পুরস্কার বুকার। এবছর এই সম্নানজনক পুরস্কারটি ঘরে তুলেছেন দক্ষিণ আফ্রিকার লেখক ডেমন গ্যালগাট।

Islami Bank

দক্ষিণ আফ্রিকান একটি পরিবারের চার দশকের জীবনযাত্রার কাহিনী তুলে ধরা তার ’দ্যা প্রমিজ’ উপন্যাসের জন্য এই পুরস্কার জিতে নেন তিনি। এটি লেখকের লেখা নবম উপন্যাস।

কাহিনীর বিন্যাস এবং এর অসাধারন বর্ননার  বইটিকে পাঠকের জন্য এক দুর্দান্ত  সফর বলে জানিয়েছেন বিচারকরা। এর আগে দুইবার বুকারের জন্য মনোনয়ন পেলেও সফল হননি তিনি। ২০০৩ সালে ‘দ্য গুড ডক্টর’ এবং ২০১০ সালে ‘ইন এ স্ট্র্যাঞ্জ রুম’ বইয়ের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি।

one pherma

এবার, বুকার পুরস্কার কর্তৃপক্ষ  ১৩টি বই নিয়ে এবারের ‘লংলিস্ট’প্রকাশ করে। এ তালিকায় ছিল  জাপানি লেখক স্যার কাজুও ইশিগুরোর ‘ক্লারা এন্ড দ্য সান’, মার্কিন লেখক রিচার্ড পাওয়ার্সের ‘বিউইল্ডারমেন্ট’, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সঞ্জীব সাহোতার ‘চায়না রুম’, ব্রিটিশ-কানাডীয় ঔপন্যাসিক র‍্যাচেল কাস্কের ‘সেকেন্ড প্লেস’, শ্রীলংকার অনুক অরুদপরগসমের ‘এ প্যাসেজ নর্থ’, কানাডীয় উপন্যাসিক ম্যারি লসনের ‘দ্য টাউন কল্ড সোলাস’,

তালিকায় ছিল মার্কিন লেখক নাথান হ্যারিসের ‘দ্য সুইটনেস অব ওয়াটার’, দক্ষিণ আফ্রিকার লেখক ক্যারেন জ্যানিংসের ‘অ্যান আইল্যান্ড’, মার্কিন ঔপন্যাসিক ও কবি প্যাট্রিকা লকউডের ‘নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দিস’, সোমালি-ব্রিটিশ লেখক নাদিফা মোহামেদের ‘দ্য ফরচুনম্যান’, মার্কিন লেখক ম্যাগি শিপস্টিডের ‘গ্রেট সার্কেল’ এবং ব্রিটিশ লেখক ফ্রান্সিস স্পাফর্ডের ‘লাইট পার্পেচুয়াল’।

ইবাংলা/টিপি/ ৪ নভেম্বর, ২০২১

 

Contact Us