পরিবহন মালিক সমিতির দাবির প্রেক্ষিতে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছে সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। রোববার (৭ নভেম্বর) বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই বৈঠক।
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যৌক্তিকহারে বাস ভাড়া বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার বিআররিটিএ চেয়ারম্যানের কাছে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। এরপর এই সিদ্ধান্ত নেয় বিআরটিএ।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, রোববার বেলা ১১টায় বিআরটিএ কার্যালয়ে ভাড়া নির্ধারণ সমন্বয় কমিটির বৈঠক হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ডিজেলের দাম বাড়ায় গাড়ি চালিয়ে মালিকদের কোনো লাভ হবে না। তেলের দাম ওঠাতেই হিমশিম খেতে হবে। সারাদেশের বাস মালিকরা মনে করে, অবিলম্বে বাস ভাড়া না বাড়ানো হলে গাড়ি চালানো কোনোভাবেই সম্ভব হবে না।
গতকাল বুধবার (৩ নভেম্বর) ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করেছে সরকার। এম পরিস্থিতিতে গণপরিবহন মালিক সমিতি শুক্রবার থেকে সারাদেশে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়।
ইবাংলা/ইই/ ৪ নভেম্বর, ২০২১