একাত্তর টিভির বার্তা প্রধান শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ (বার্তা প্রধান) শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে এক নারী বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেন।

Islami Bank

মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মামলায় শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগ আনা হয়েছে।

  • মামলার বরাত দিয়ে গুলশান থানা–পুলিশ বলেছে, এক নারী চিকিৎসকের সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক হয়। পরে ওই নারীকে বিয়ে করার আশ্বাস দেন তিনি। সম্পর্কের একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে শাকিল কৌশলে ওই নারীর গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাঁকে আর বিয়ে করতে রাজি হননি।
one pherma

পুলিশ উপকমিশনার আসাদুজ্জামান বলেন, ‘শাকিল আহমেদকে গ্রেপ্তার করা যায়নি। ধর্ষণের অভিযোগ করা ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হবে।’ এ বিষয়ে বক্তব্য জানতে শাকিল আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

ইবাংলা/জেডআরসি/০৫ নভেম্বর, ২০২১

Contact Us