জুতার কারখানায় আগুন, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সোয়ারিঘাট সংলগ্ন গনি মিয়ার হাটসহ রুমানা রাবার ইন্ডাস্ট্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন শ্রমিকের মৃত্যু ঘটেছে। দুই ঘণ্টার ও বেশি সময় পর রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এখনো উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার (৪ নভেমবর) দিবাগত রাত সোয়া একটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান কারখানার মালিক হাজি রফিক মিয়া। কারখানার দারোয়ান ফারুক বলেন, রাত সোয়া একটার দিকে জুতার কারখানায় আগুন লাগে।

  • ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদ বিন রাশেদ জানান, ফায়ার সার্ভিসের আটটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফায়ার সার্ভিস দল উপস্থিত হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এখান থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে।
one pherma

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, কারখানার দ্বিতীয় তলায় ঘুমানো অবস্থায় পাঁচজন অগ্নিদগ্ধ ও ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে মারা গেছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়েও এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ইবাংলা/জেডআরসি/০৫ নভেম্বর, ২০২১

Contact Us