ধানমন্ডি লেকে নির্মিত হতে যাচ্ছে নজরুল সরোবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় এবার নজরুল সরোবর নির্মাণ করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রবীন্দ্র সরোবরের পর রাজধানীবাসীর জন্য এটি হবে আরো একটি অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র।

Islami Bank

নতুন এ স্থাপনা তৈরির জন্য ইতমধ্যেই ধানমন্ডি লেক এলাকায় উপযুক্ত স্থানের সন্ধান করা হচ্ছে। জায়গা নির্ধারণ হয়ে গেলেই ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মাষ্টার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করা হবে। প্রাথমিকভাবে ধানমন্ডি ১৫/এ এলাকাটিকে সরোবর নির্মাণের জন্য বিবেচনায় রাখা হয়েছে।

ঢাকা দক্ষিনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস সম্প্রতি এক সাক্ষাতকারে বলেন, ‘১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি লেকের উন্নয়নে যে মাস্টারপ্ল্যান করে দিয়েছিলেন, সেই মূল মাস্টারপ্ল্যান পূর্ণ বাস্তবায়নের জন্য আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি এবং তা আমরা পুরিপূর্ণ করবো।’

তিনি আরো বলেন, ‘আমরা মূল মাস্টারপ্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছি’। এরই অংশ হিসেবে ধানমন্ডি লেকের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করেছেন বলে তিনি জানান।

one pherma

মেয়র বলেন, ‘ধানমন্ডি লেকের উপর নির্মিত সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে। ইতোমধ্যে কিছু ভাঙা হয়েছে, কয়েকটিকে সময় দেয়া হয়েছে, তবে অবশ্যই বাকী সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে।’ ধানমন্ডি লেকের প্রাকৃতিক সৈৗন্দর্য ধরে রাখতে এবং একটি সুন্দর পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেযা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, নজরুল সরোবর, রবীন্দ্র সরোবরের মতোই নগরবাসীর বিনোদন ও বেড়ানোর জন্য একটি দর্শনীয় স্থান হবে। যেখানে মানুষ অবসর সময়ে বিশ্রাম ও নির্মল আনন্দ উপভোগ করতে আসবে। বাঙলা নববর্ষ পহেলা বৈশাখের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে বছর জুড়ে নগরীর মানুষ এখানে অনুষ্ঠানের আয়োজন করবে এবং এটি হবে নগরীর একটি অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র।

সূত্র-বাসস

ইবাংলা/টিপি/ ৫ নভেম্বর, ২০২১

Contact Us