৮৫ রানেই অলআউট স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক 

মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহর গতি আর রবিন্দ্র জাদেজার স্পিনে বিভ্রান্ত হয়ে সময়ের ব্যবধানে উইকেট হারায় স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৭.৪ ওভারে ৮৫ রানেই অলআউট হয়ে যায় স্কটিশরা।

Islami Bank

ভারতের হয়ে মোহাম্মদ শামি ও রবিন্দ্র জাদেজা ৩টি করে উইকেট শিকার করেন। দুটি উইকেট নেন বুমরাহ। আর এক উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩৭তম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

one pherma

ভারত: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরাইয়া কুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

স্কটল্যান্ড: জর্জ মানসে, কাইল কোয়েতজার, ম্যাথিউ ক্রস, রিচি বিরিংটন, কলাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, সাফইয়ান শরিফ, ইভান্স ও বার্ড ওয়েল।

ইবাংলা/টিআর/০৫ নভেম্বর, ২০২১

Contact Us