নওগাঁর বদলগাছি উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর মাথা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার গোবরচাঁপা হাটের সেতুর পাশে একটি কলাবাগান থেকে মাথার খুলিটি উদ্ধার করা হয়।
গত শনিবার (২৯ অক্টবর) বদলগাছির জগৎনগর গ্রামের ধানক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় একটি পা উদ্ধার করা হয়েছিল। এরপর গত মঙ্গলবার জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের তুলসীগঙ্গা নদীর শ্মশানঘাটি এলাকায় বস্তাবন্দি অবস্থায় মাথা ও হাত-পা বিহীন অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়। মাথার খুলি ও পা, হাত-পা ছাড়া উদ্ধার হওয়া লাশের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে এক ব্যক্তি গোবরচাঁপা হাটের সেতুর পাশে ফসলি জমির ক্ষেতে কাজ করতে যান। তিনি পাশের জহুরুলের কলাবাগানে একটি বস্তার পাশে মাথার খুলি ও লম্বা চুল এবং চুল আটকানোর ক্লিপ পড়ে থাকতে দেখেন। তিনি সেখান থেকে ফিরে লোকজনকে ঘটনাটি জানান।
এরপর তারা ঘটনাটি বদলগাছি থানায় জানান। দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিটি উদ্ধার করে। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশও ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে বদলগাছি থানার ওসি আতিকুল ইসলাম বলেন, গোবরচাঁপা হাটের সেতুর পাশে একটি কলাবাগানে অজ্ঞাতনামা নারীর মাথার খুলি পাওয়া গেছে।
ইবাংলা/টিআর/০৫ নভেম্বর, ২০২১