ডিবিতে যে অভিযোগ জানালেন অপু বিশ্বাস

পাইরেসি ও আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগ জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে এসেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রোববার (৬ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অপু বিশ্বাস বলেন, সাইবার বুলিং মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে- এটা কারো কাম্য নয়। কারণ বেলাশেষে আমরা সবাই পরিবারে বসবাস করি। আমাদেরও পারিবারিক অবস্থান আছে। হয়তো আমি চিত্রনায়িকা, কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের সামনে পড়তে হয়। ভিউয়ার্স বাড়ানোর প্রতিযোগিতায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের। ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছিলাম।

আরও পড়ুন>> বিনোদন–দুনিয়ার কেউ কারও বন্ধু না: তানজিন তিশা

অপু বিশ্বাস বলেন, আমি একটি সিনেমা করেছি লাল শাড়ি। লাল শাড়ির পাইরেসি রোধে ও ফেসবুকে আপত্তিকর কনটেন্ট তৈরির বিষয়ে অভিযোগ করেছি ডিবি কার্যালয়ে। কয়েকদিন আগে সুড়ঙ্গ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়েছিল। পাইরেসির শিকার হয়ে চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিলো। লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের। এই ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছি।

ডিবি সূত্রে জানা গেছে, সাইবার সংক্রান্ত সহযোগিতার জন্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে গিয়েছিলেন অপু বিশ্বাস।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us