শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন উপনির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী নেত্রকোনা-৪ আসনের সাজ্জাদুল হাসান এবং চট্টগ্রাম-১০ আসনের মো. মহিউদ্দিন বাচ্চু।

Islami Bank

রোববার (৬ আগস্ট) সংসদ ভবনের শপথ কক্ষে এ দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আরও পড়ুন>> আগামী জাতীয় নির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

one pherma

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us