পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি,কক্সবাজার

কক্সবাজারে চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

Islami Bank

শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের ধাতিরাখালী পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো- ওই এলাকার জুয়েল আহমদের ছেলে আবু বক্কর (৩) ও ফিরোজ আহমদের ছেলে আমির হামজা (৩)। নিহত দুই শিশুর বাড়ি পাশাপাশি।

শিশু আবু বক্করের পিতা জুয়েল আহমদ জানান, আবু বক্কর ও আমির হামজা প্রতিদিন একসাথে খেলা করে। সকালে খেলতে গিয়ে নিখোঁজ ছিল তারা। পরে বাড়ির পার্শ¦বর্তী একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

one pherma

এদিকে একসাথে দুই শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 ইবাংলা/নাঈম/০৬ নভেম্বর, ২০২১

Contact Us