ধর্মঘট ইস্যু: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চলমান পরিবহন ধর্মঘট ইস্যুকে কেন্দ্র করে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা স্থগিত করা হয়েছে।

Islami Bank

শনিবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার ৪০ মিনিট আগে সভা স্থগিতের তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, সন্ধ্যা ৬টার সভা অনিবার্য কারণে হবে না। পরবর্তীতে যেদিন সভা হবে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও জ্বালানি সচিব ও সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা ছিল।

one pherma

এর আগে দুপুরে ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন নেতারা ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা জানান।

জ্বালানি তেল অর্থাৎ ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর শুক্রবার (০৫ নভেম্বর) থেকে বাস-ট্রাক এবং শনিবার থেকে লঞ্চ ধর্মঘট শুরু হয়।

Contact Us