বাড়ছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ফি

স্ট্রিমিং প্ল্যাটফর্মে নতুন প্রোগ্রামিংয়ে আর্থিক সহায়তা প্রদানে মাসিক সাবস্ক্রিপশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্ট্রিমিং কোম্পানি নেটফ্লিক্স। চলতি বছর রেকর্ডসংখ্যক গ্রাহক পাওয়ার পরই নিজেদের ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। শিগগিরই এই অতিরিক্ত ফি কার্যকর করা হবে।

Islami Bank

প্রতিষ্ঠানের সূত্র অনুযায়ী, নেটফ্লিক্সের এই সাবস্ক্রিপশন ফি শুধু মাত্র যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য বাড়ানো হয়েছে।

আরও পড়ুন>> রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪

জানা গেছে, বেসিক প্ল্যানে ২ ডলার ও প্রিমিয়াম প্ল্যানে ৩ ডলার ফি বাড়িয়েছে নেটফ্লিক্স। তবে বিজ্ঞাপনসহ স্ট্যান্ডার্ড প্ল্যানের সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত থাকবে। এর আগে, ২০২২ সালের জানুয়ারিতে সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছিল নেটফ্লিক্স।

ফলে গ্রাহকদের বেসিক প্ল্যানে ১২ ডলার ও প্রিমিয়াম প্ল্যানে ২৩ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হবে। বিজ্ঞাপনসহ স্ট্যান্ডার্ড প্ল্যানের ফি ৭ ডলার ও ১৫ দশমিক ৪৯ ডলারই থাকবে।

one pherma

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর আয়ের প্রতিবেদনে নেটফ্লিক্স জানায়, আমাদের সদস্যদের বিস্তৃত পরিসরের চাহিদা মেটাতে মাঝে মাঝে ফি বাড়ানো হয়। যুক্তরাষ্ট্রের একজন গ্রাহককের বিজ্ঞাপনসহ মাসিক স্ট্যান্ডার্ড ব্যয় ৬ দশমিক ৯৯ ডলার, যা একটি মুভি টিকিটের চেয়েও কম।

প্রসঙ্গত, পাসওয়ার্ড শেয়ারিংয়ের কারণে দিন দিন নেটফ্লিক্সের আসল ব্যবহারকারীর সংখ্যা কমে আসছিল। তবে পাসওয়ার্ড শেয়ারিং সীমাবদ্ধ করে দেওয়ার পর থেকে নেটফ্লিক্স ব্যবহারকারীর সংখ্যা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।

সূত্র : রয়টার্স

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us