শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসি
জেলা প্রতিনিধি, রংপুর
রবিবার (৭ নভেম্বর) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আলী আহাম্মেদ এ রায় ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি তাইজুর রহমান লাইজু।
মামলা সূত্রে জানা গেছে , পীরগঞ্জের ফতেপুর গ্রামে ২০১৩ সালের ১১ এপ্রিল ছয় বছরের এক শিশুকন্যাকে আসামি হিরু ওরফে খোড়া হিরু তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের ভেতর মাটিচাপা দিয়ে রাখে।
পরে শিশুর স্বজন ও এলাকাবাসীর সন্দেহ হলে হিরুর ঘরের ভেতর গর্ত দেখে পুলিশকে জানায়। পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত শিশুর চাচা খলিলুর রহমান বাদী হয়ে পীরগজ্ঞ থানায় মামলা দায়ের করে। আসামী হিরু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে ছিল।
ইবাংলা/ আনারুল ইসলাম আনোয়ার /৭ নভেম্বর/২০২১