ধর্মঘটের প্রভাব নেই আখাউড়া স্থলবন্দরে

ইবাংলা ডেস্ক

দেশব্যাপী পরিবহন ধর্মঘটের মধ্যেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেছে পণ্যবাহী ট্রাক। আগরতলা থেকেও পণ্য এসেছে আখাউড়ায়।

Islami Bank

এ তথ্য নিশ্চিত করে আখাউড়া স্থলবন্দর ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, এ স্থলবন্দরে পরিবহন ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

  • আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত স্থলবন্দরে আমদানি-রফতানি স্বাভাবিক আছে। পণ্য পরিবহনের পাশাপাশি যাত্রী পারাপারও স্বাভাবিকভাবেই চলছে।
one pherma

উল্লেখ্য, সম্প্রতি আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল ও গম আমদানি শুরু হয়েছে। এছাড়া আখাউড়া হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে রফতানি হচ্ছে মাছ, পাথর, তুলা, ভোজ্য তেল, ফলমূলসহ বিভিন্ন ধরনের পণ্য। এসব পণ্য ত্রিপুরা থেকে সরবরাহ করা হয় আশপাশের রাজ্যগুলোতে।

Contact Us