অ্যালিসনের ভুলে লিভারপুলের প্রথম হার

ক্রীড়া ডেস্ক :

প্রিমিয়ার লিগে টানা ১০ ম্যাচ অপরাজিত ছিল লিভারপুল।  তার অনেকটা কৃতিত্ব ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের।  তবে নিজেদের ১১তম ম্যাচে অ্যালিসনের ভুলেই হেরেছে লিভারপুল।  তার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া লিভারপুল আর ঘুরেই দাঁড়াতে পারল না ম্যাচে, ওয়েস্ট হ্যামের কাছে হারল ৩-২ গোলে।  ফলে প্রিমিয়ার লিগে দলের অপরাজেয় যাত্রাটাও থেমে গেল।

খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় কর্নার পেয়েছিল স্বাগতিক ওয়েস্ট হ্যাম।  কর্নার থেকে ধেয়ে আসা বলটাকে এগিয়ে গিয়ে ক্লিয়ার করতে চেয়েছিলেন অ্যালিসন।  কিন্তু লাভ হয়নি তাতে, উল্টো তার হাতে লেগে বল জড়িয়ে যায় জালে।  প্রতিপক্ষের মাঠে শুরুতেই গোল হজম করে বসে অল রেডরা।  সেই যে পিছিয়ে পড়েছে দলটি, পুরো ম্যাচে আর পারেনি লিড নিতেই।

আরও পড়ুন : নেটিজেনদের ঘুম কেড়েছেন এই গলফার

নিজেদের গুছিয়ে নিয়ে বলের দখল ধরে রেখে ম্যাচে ফিরতে চেয়েছে ক্লপের দল।  ৪১ মিনিটে ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ডের গোলে সমতাও ফিরিয়েছিল দলটি।  বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক নিয়েছিলেন ট্রেন্ট, তা পা দিয়ে থামান সালাহ, সেটাতেই দুর্দান্ত এক কিক করে বসেন ইংলিশ উইংব্যাক।  তাতেই গোল।  ১-১ সমতা ফেরে ম্যাচে।  বিরতির সময়ও স্কোরলাইন ছিল এমনই।

দ্বিতীয়ার্ধের খেলায় দারুণ সব আক্রমণ রোমাঞ্চ নিয়ে এসেছিল ম্যাচে।  ৫০ মিনিটে গোল পেতে পারত ওয়েস্ট হ্যাম, আরও একটা কর্নার থেকে অ্যালিসনকে ফাঁকি দেয় দলটি, তবে ক্রেইগ ডসনের সেই হেডার গিয়ে প্রতিহত হয় ক্রসবারে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দলটিকে।  ৬৬ মিনিটে পাবলো ফোরনালসের শট ঝাঁপিয়ে পড়ে হাতে ছোঁয়ালেও জালে যাওয়া থেকে রুখতে পারেননি অ্যালিসন।

আরও পড়ুন : একনজরে বাংলাদেশের ভরাডুবির বিশ্বকাপ

আট মিনিট পর কার্ট জুমার গোল লিভারপুলের ম্যাচে ফেরার আশা একরকম শেষই করে দেয়।  ৩-১ গোলে পিছিয়ে পড়েন সালাহরা।  ৮৩ মিনিটে দিভোক অরিগির গোলে ব্যবধান কমালেও সমতাসূচক গোলের দেখা পায়নি অল রেডরা।  ফলে ১১তম ম্যাচে এসে প্রথম হারের কবলে পড়ে দলটি।

আরও পড়ুন : ভারতীয় ক্রিকেটে শুরু দ্রাবিড় যুগ!

এই পরাজয়ের পর ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে।  সমান ম্যাচে ২৬ পয়েন্ট তুলে নিয়ে তালিকার শীর্ষে আছে চেলসি।  আর ২৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির অবস্থান দুইয়ে।  আর লিভারপুলকে হারানো ওয়েস্ট হ্যাম সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে তালিকার তৃতীয় স্থানে।

ইবাংলা/এএমখান/০৮ নভেম্বর, ২০২১

Contact Us