স্কুলে অগ্নিকাণ্ডে ২৬ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে একটি স্কুলের শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে ২৬ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে।

Islami Bank

সোমবার (৮ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলের মারাদি শহরের একটি বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।  আগুন লেগে যাওয়া ওই শ্রেণিকক্ষটি কাঠ ও খড়ের তৈরি ছিল। মঙ্গলবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।

মারাদি শহরের মেয়র চাইবু আবুবাকার বলেন, এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। নিহত ওই শিশু শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। আগুন লেগে যাওয়া ওই শ্রেণিকক্ষটি কাঠ ও খড়ের তৈরি ছিল।

one pherma

অগ্নিকাণ্ডের ঘটনায় নাইজার সরকার মারাদি অঞ্চলে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। একটি বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়,  মর্মান্তিক ঘটনা আবার নাইজারের জনগণকে শোকের মধ্যে ফেলেছে।

এর আগে গত এপ্রিলে নাইজারের রাজধানী নিয়ামের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ শিশু মারা যায়।

ইবাংলা/এএমখান/০৯ নভেম্বর, ২০২১

Contact Us