পুলিশ থেকে পালাতে গিয়ে আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি, নরসিংদী

পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে নরসিংদীতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ নভেম্বর) সকালে সদর উপজেলার হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন দাস (২৭) হাজিপুর এলাকার অজিত দাসের ছেলে।

Islami Bank

জানা যায়, সুজন দাসের বিরুদ্ধে ১০টির বেশি মামলা ছিল। এর মধ্যে তিন মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সকালে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর থানা পুলিশ হাজিপুর এলাকার একটি চানাচুর ফ্যাক্টরি থেকে তাকে গ্রেফতার করতে যায়।

গ্রেফতারের পর হাতকড়া লাগানোর সময়  তার পকেটে থাকা ছুরি দিয়ে পুলিশকে আঘাত করে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেয় সে। পরে নদী পার হতে গিয়ে মাঝনদীতে আটকে যায়। পরে পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

one pherma

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, হাজিপুরের হাড়িধোয়া নদী থেকে সুজন দাস নামে এক আসামিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নদী পার হওয়ার সময় সে কোনো কিছুতে আটকে গিয়ে আর পার হতে পারেনি। তার বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আছে। তার ছুরির আঘাতে আমাদের একজন এসআই এবং একজন কনস্টেবল আহত হয়েছে।

ইবাংলা/ টিপি/ ৯ নভেম্বর, ২০২১

Contact Us