তেলের দাম ও বাস ভাড়া বৃদ্ধিতে শাহবাগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেলের দাম বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবস্থান নিয়েছে বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা।

Islami Bank

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি), বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদ), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদের শতাধিক নেতাকর্মী।

one pherma

তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড়কে ঘিরে থাকা সবগুলো সবগুলো সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। দিনব্যাপী অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

ইবাংলা/টিআর/৯ নভেম্বর/২০২১

Contact Us