প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর চকবাজারে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকালে ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

Islami Bank

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

one pherma

তিনি বলেন, রাজধানীর চকবাজারের এসকে টাওয়ার নামের একটি প্লাস্টিকের গোডাউনে বিকেল সাড়ে চারটায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। প্রয়োজনে আরও ইউনিট বাড়ানো হবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ইবাংলা/নাঈম/০৯নভেম্বর, ২০২১

Contact Us