সাতকানিয়ায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

ইবাংলা ডেস্ক

সোমবার ( নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ তালুকদারের (৩৫) মৃত্যু হয়। 

Islami Bank
  • হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহেদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 এর আগে উপজেলার দক্ষিণ কাঞ্চনায় মামার বাড়ি থেকে নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় পঙ্কজকে উদ্ধার করা হয়। তার বাড়ি একই উপজেলার নলুয়া ইউনিয়নে। পূজায় পরিবার নিয়ে তিনি মামার বাসায় বেড়াতে গিয়েছিলেন পঙ্কজ।

one pherma

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পেরেছি তার দূর সম্পর্কের দুই মামতো ভাই একজন আরেকজনকে বন্দুক দিয়ে গুলি করা শেখাচ্ছিলেন। সময় অসাবধানতাবশত পঙ্কজের পেটে গুলি লেগে যায়। ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

ইবাংলা/ এইচ/ ৯ নভেম্বর, ২০২১

Contact Us