ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় মৃত্যু হয়েছে এক প্রিসাইডিং অফিসারের।কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কুর্শা ইউনিয়নের তীতুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তিনি প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বরত অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান। মৃত জয়নাল আবেদীন মিরপুর উপজেলা নিমতলা কলেজের শিক্ষক।

Islami Bank

বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয় বলে কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

one pherma

জানা যায, বুধবার সকালে ভোট কেন্দ্রে আসার পরই তিনি অসুস্থ বোধ করছিলেন। তার শ্বাসকষ্ট হচ্ছিল। রাত সোয়া ১১টায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। ঘটনাস্থল ওসি উপস্থিত আছেন।

ইবাংলা/টিপি/ ১১ নভেম্বর, ২০২১

Contact Us