বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের নেতাদের সবার আগে আত্মশুদ্ধি, আত্মসমালোচনা করার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
তৃণমূলের নেতাকর্মীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন নাজমুল আলম। পাশাপাশি বিবেকের আদালতে নিজেদেরকে শাস্তি দেওযার কথা বলেছেন তিনি।
ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছাত্রলীগের সাবেক এ নেতা বলেন, ‘আত্মশুদ্ধি, আত্মসমালোচনা করা দরকার সবার আগে। ব্যক্তিগতভাবে আমি করছি প্রায় ১০ বছর ধরে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হলে বিবেকের আদালতে নিজেদেরকে শাস্তি দিয়ে তৃণমূলের কাছে আমরা যারা জাতীয় রাজনীতি করি প্রায় সবাইকে ক্ষমা চাইতে হবে। আদর্শ আর ক্ষমতা এক জিনিস না।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.