প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতারণ করেছে সরকার। তবে এবছর সবার হাতে সব নতুন বই পৌঁছেনি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ দুঃখ প্রকাশ করেছেন।
আরও পড়ুন…দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সুপারিশ: খোলাসা হয়নি মডেল
বছরের প্রথমদিন শিক্ষার্থী হাতে সব বই দিতে না পারার কারণ হিসেবে নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্রকে দায়ী করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ।
বুধবার (১ জানুয়ারি) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা ইলেকটনিকস ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রেরণ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা দুঃখ প্রকাশ করেন।
এতে এনসিটিবির চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান জানান, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি বইগুলো পেয়ে যাবে শিক্ষার্থীরা। ১০ তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় ৮টি বই দেয়া হবে। সব বই ২০ জানুয়ারির মধ্য পাওয়া যাবে। এখন পর্যন্ত পাঠ্যপুস্তক বোর্ড ৪১ কোটির মধ্যে ৬ কোটি বই পাঠাতে পেরেছে।
বই ছাপাতে দেরির কারণ হিসেবে রিয়াজুল হাসান জানান, গত আড়াই মাসের মধ্যে ৪৪১টি বই পরিমার্জন করতে হয়েছে। বই উৎসবের নামে বিগত সরকার অপচয় করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে সারাদেশেই শিক্ষার্থীরা যথাসময়ে সব হাতে বই না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। জানা গেছে প্রাথমিকের অর্ধেক শ্রেণির বই পেলেও মাধ্যমিকের অধিকাংশ বই হাতে পায়নি শিক্ষর্থীরা। শিক্ষার্থীদের অনেক বিদ্যালয় থেকেই জানিয়ে দিয়েছেন কবে নাগাদ বই পাবে তার কোন নির্দিষ্ট দিনক্ষণ নেই।
ইবাংলা/ বা এ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.